দোহাজারিতে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোহাম্মদ নাঈম (৩১)।

স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে চন্দনাইশ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা সাতকানিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি বিওসি মোড় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে মুছে যায় এবং মাইক্রোবাসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্থ হয়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা মোঃ নাঈম (৩১) ও সিএনজি চালক জুয়েল (৩০)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈম সকালে সিএনজিযোগে তার কর্মস্থল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় যাচ্ছিল। গুরুতর আহত সিএনজি চালককে চমেক হাসপাতালে ভর্তি আছে। সিএনজিতে থাকা অপর ২ যাত্রী প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পরপর আহত অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে নেয়া হলে নাঈম নামের একজন মারা গেছে বলে খবর পাই। আমরা ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top