‘দোকানের সামনে ময়লা পেলে ট্রেড লাইসেন্স বাতিল’

সিটি মেয়র শাহাদাত হোসেন

চাটগাঁ নিউজ ডেস্ক : দোকানের সামনে ময়লা পড়ে থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটি গড়তে রোববার (১২ জানুয়ারি) কাজীর দেউড়ি বাজার ব্যবসায়ীদের বর্জ্য সংগ্রহের বিন বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ হুঁশিয়ারি দেন।

মেয়র শাহাদাত বলেন, ‘আমার নির্বাচনের মূল কমিটমেন্ট ছিল এ শহরকে সুন্দর করা, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটির আওতায় আনা। দুই-তিন মাস পরে বর্ষা মৌসুম। বর্ষার সময় জলাবদ্ধতা আমাদের শহরের প্রধান সমস্যা। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পলিথিন, প্লাস্টিক, ককশিটসহ অপচনশীল দ্রব্য। সেগুলো আমরা যত্রতত্র ফেলি। সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে। এজন্য বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা প্রত্যেকটি মার্কেট ও প্লেসে আমরা বর্জ্য সংগ্রহের জন্য প্লাস্টিকের বিন বিতরণ শুরু করেছি। বাজারে-বাজারে ডাস্টবিন বসাচ্ছি। শুধু বাজারে নয়, ছোট ছোট ডাস্টবিন প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে দেবো। আমরা চাই ময়লা আবর্জনা সবাই খোলা জায়গায় না ফেলে সুনির্দিষ্ট ডাস্টবিনগুলোতে যাতে ফেলে। তাহলে আমরা শহরকে সুন্দর রাখতে পারব।’

মেয়র আরও বলেন, ‘আমি মনে করি প্রত্যেক দোকানদার তার দোকানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবে। কোন পথচারী যদি রাস্তা বা নালায় ময়লা ফেলে তাকে অনুরোধ করবেন ওই ময়লা উঠিয়ে নিয়ে সেটা ডাস্টবিনে ফেলতে। দোকানের সামনে বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন দেওয়ার পরেও ময়লা পড়ে থাকলে সে দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।’

পোস্টার-বিলবোর্ড স্থাপনকারীদের হুঁশিয়ার করে সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নগরীতে এখন ব্যানার, পোস্টার দেখতে পাচ্ছি। এগুলো নগরীর সৌন্দর্য বিনষ্ট করছে। আমরা প্রথমে গণসচেতনতার দিকে যাচ্ছি। এরপর আইন আছে। নগরীকে সুন্দর করার জন্য আমাদের অবশ্যই আইনের ইমপ্লিমেন্ট করতে হবে। এটা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাবেন।’

এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, জিয়াউদ্দীন খালেদ, ডা. সরওয়ার আলম, চউক কাজির দেউরি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top