দেশে প্রবাসে চকরিয়া সমিতির অভিষেকের প্রস্তুতি সম্পন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশে ও প্রবাসে চকরিয়া সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চকরিয়ার বদরখালীস্থ ভার্চু স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠিত হবে।

‘দেশে-প্রবাসে প্রয়াসে ঐক্যবদ্ধ আমরা চকরিয়াবাসী’—এই স্লোগানকে সামনে রেখে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে অনলাইন যোগাযোগের মাধ্যমে সংগঠিত হন চকরিয়া উপজেলার দুই শতাধিক মানুষ। এ সময়ে তিনটি সাধারণ সভা ও একটি কার্যকরী সভার মাধ্যমে সংগঠন গঠনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি চকরিয়া সমিতির চতুর্থ সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ১২ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিউদ্দিন কাদের অদুল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রবাসে অবস্থানরত সাধারণ সম্পাদক আক্তার হোসাইনের মনোনীত প্রতিনিধি।

প্রবাসে থেকেও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন সহসভাপতি জালাল উদ্দিন, আবদু শুক্কুর, জামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশে অবস্থানরত মোহাম্মদ জামাল উদ্দিন ও আরিয়ান আবিদসহ অভিষেক উপ-কমিটির সদস্যরাও সার্বিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অভিষেক অনুষ্ঠানকে ঘিরে দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্যদের পাশাপাশি চকরিয়াবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top