দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আজ বিকেলে দেশে পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা, যেখানে হামজারও খেলার কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই-গত মার্চে শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচটি শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এরপর এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে দুটি গোল করেছেন এই ইংলিশ-বংশোদ্ভূত বাংলাদেশি তারকা।

যদিও বাছাইপর্বে বাংলাদেশের মতো ভারতও মূলপর্বে উঠার আশা হারিয়েছে, তবুও দুই দলের আসন্ন ম্যাচটি এখন নিয়মরক্ষার হলেও মর্যাদার লড়াই হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে ম্যাচটিকে ঘিরে দেশজুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, গ্যালারির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top