দেশে নেই শামীম ওসমান, তারপরও দেশত্যাগে নিষেধাজ্ঞা!

চাটগাঁ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক দাপুটে সংসদ সদস্য শামীম ওসমান, স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক রেজাউল করিম দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন।

যদিও শামীম ওসমান বর্তমানে দেশে নেই। ৫ আগস্ট পট পরিবর্তনের পরপরই তিনি ভারতে চলে যান। সেখানে আজমীর শরীফ এবং কলকাতায় তাকে দেখা গেছে যা নিয়ে একাধিক সংবাদও প্রচার হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া আরো বেশ কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন। তবে চাটগাঁ নিউজ শামীম ওসমানের দুবাই অবস্থানের সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, শামীম ওসমানের বিরুদ্ধে সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য, বিভিন্ন খাতে বেপরোয়া চাঁদাবাজি, পরিবহন ও জুট ব্যবসায়িদের কাছ থেকে কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প হতে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার করেছেন। এছাড়া কানাডা-যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় ও দুবাইয়ে ব্যবসা পরিচালনাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন আছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top