দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে নতুন একটি রাজনৈতি দলের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারে দলটি নতুন কমিটি ঘোষণা করা হয়।

দলটির নাম ‘দেশ জনতা পার্টি’। দলের স্লোগান ‘সাম্য, ন্যায় বিচার, অহিংস, মনবতা, চিরউন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ’।

আত্মপ্রকাশের পর দলটির ১০৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান মো. নূর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু। এ ঘোষণা দেন দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির।

অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পাঠ করেন চেয়ারম্যান নূর হাকিম। দলের পক্ষ থেকে বলা হয়, তারা এমন বাংলাদেশ গড়তে চান, সেখানে বেকারত্ব ও দরিদ্রমুক্ত, কার্বণ নিঃসরণ শূন্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার থাকবে। বৈষম্য ও শোষণমুক্ত, অহিংস, অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক দেশ গড়ার প্রত্যয় তাদের।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top