পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের নতুন উপধরন জেএন.১-এর সংক্রমণ শনাক্ত হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, পাঁচজন কোভিড রোগীর নমুনা পরীক্ষার পর নতুন এ উপধরন ধরা পড়েছে।
তিনি উল্লেখ করেন, নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত ওই পাঁচজন রোগী ঢাকা ও ঢাকার বাইরের।
এদিকে করোনভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার (তৃতীয় ও চতুর্থ) ডোজের জন্য কোভিড-১৯ টিকা কার্যক্রম পুনরায় শুরু করতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জেন.১ উপধরনটি ২০২৩ সালের শেষের দিকে প্রথম দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে থাকা টিকাগুলো এ উপধরন এবং কোভিড-১৯-এর অন্যান্য উপধরন থেকে সুরক্ষা দেবে।
চাটগাঁ নিউজ/এমআর