দেশে আইনের শাসন নেই: খসরু

সিপ্লাস ডেস্ক: সন্ত্রাসীদের হামলায় দুই হাতের কব্জি বিছিন্ন হওয়া যুবদল নেতা লিটন মন্ডলকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।

গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং দুইটি পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

আমীর খসরু হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন।

এসময় তিনি লিটনকে বলেন, তুমি একা নও। তোমার সঙ্গে বিএনপি, এদেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে। সবার দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।

পরে সাংবাদিকদের কাছে আমীর খসরু বলেন, দেশের অবস্থা কেমন এই লিটন মন্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। বাংলাদেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাতিপাত করছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ মোল্লা, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ও যুবদল নেতা সোহেল খান প্রমুখ।

Scroll to Top