দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আজ সোমবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস রমজান। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top