দেশি পণ্য বিদেশি বলে বিক্রির অভিযোগে জরিমানা

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন কাপড়ের দোকানে দেশি পণ্যকে বিদেশি পণ্য হিসেবে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।

অভিযানের সময় ঈদগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঈদগাঁও থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, আইন অমান্য করলে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top