চাটগাঁ নিউজ ডেস্ক: দেশসেরা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তির বাংলা-সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতার অনন্য প্রতিষ্ঠান ‘কাবির’স বাংলা এন্ড জিকে’।
শনিবার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে দুইশো’র অধিক শিক্ষার্থী চান্স পেয়েছে। এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ১ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি২তে ১ম ও ৫ম, এবং ডি ইউনিটে ২য় স্থান অর্জন করেছে ‘কাবির’স বাংলা এন্ড জিকে’ ব্যাচের মেধাবী শিক্ষার্থীরা। মূলত তাদের সংবর্ধিত করতেই এই আয়োজন।
উৎসবমুখর এই আয়োজনে সভাপতিত্ব করেছেন কাবির’স বাংলা এন্ড জিকে এর সম্মানিত পরিচালক-দেশের স্বনামধন্য বাংলা-সাধারণ জ্ঞানের শিক্ষক আনোয়ারুল কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রিদুয়ান পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিটেজ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সম্মানিত পরিচালক উমর ফারুক, দ্যা সাফিক্সের পরিচালক রাকিব বিন মোস্তফা, পড়ালেখার পরিচালক আনোয়ার হোসেন, শাহেদ’স ইংলিশের পরিচালক সাহেদুল ইসলামসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রিদুয়ান পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তিই জীবনের শেষ গন্তব্য নয়, বরং এটি জীবন্নোয়নের প্রথম ধাপ। সেজন্য ১ম বর্ষ থেকেই নিজের লক্ষ্য স্থির করতে হবে, ভালো ফলাফল করার দিকে মনোনিবেশ করতে হবে।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল কবির শুরুতেই সংবর্ধিত শিক্ষর্থীদের নিয়ে আবেঘঘন মূহুর্তের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুন্দর সময়গুলোর স্মৃতিরোমন্থনের পাশাপাশি ভবিষ্যতকে সুন্দর করার জন্য প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসতে হবে। নিজের মূলকে ভুলে না গিয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।
সর্বোপরি কাবির’স বাংলা এন্ড জিকে একটি পরিবার। অতএব, যে কোন মুহূর্তে পরিবারের সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, পরস্পরকে পরস্পর মনে রাখে, নিজেদের ক্যারিয়ার গঠনে সহযাত্রী হয় সে আশাও তিনি ব্যক্ত করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ