দেশজুড়ে ধানের শীষের গণজোয়ার: আমির খসরু

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের আস্থার প্রতীক এখন বিএনপি। জনগণের বিশ্বাস ও গণতান্ত্রিক চেতনা থেকেই বিএনপির জন্ম, আর সেই আস্থার ফলেই সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরের ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগ কর্মসূচিতে আগ্রাবাদ রেডিও অফিস এলাকা থেকে শুরু করে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া ও কাপুড়িয়া পাড়া ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আমির খসরু বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা ঐতিহাসিক। একইভাবে গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার প্রবর্তনেও বিএনপির অবদান রয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের শক্তি বিএনপি। যারা এই ইতিহাস অস্বীকার করে, তারা মূলত অপপ্রচারনির্ভর রাজনীতিতে বিশ্বাসী—জনগণের আস্থার রাজনীতি তাদের নেই।

বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি কখনো আপোসের রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। দলের রাজনীতির মূল দর্শন এখন ‘সবার আগে বাংলাদেশ’। নারী-পুরুষ নির্বিশেষে মানুষ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে—সারা দেশে পরিবর্তনের ঢেউ স্পষ্ট।

তিনি আরও বলেন, পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি থাকবে। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না; দলটি বিশ্বাস করে জনগণের শক্তিতে। যেখানে যাচ্ছি, সেখানেই বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক রহমান ও বাংলাদেশের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখা যাচ্ছে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজি বেলাল, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূইঁয়া, মোহাম্মদ জাহেদ, নুর উদ্দিন সোহেল, জামাল উদ্দিন জসিম, জিয়াউর রহমান জিয়া, আব্দুর সবুর আকবর, আব্দুর রহমান, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, খলিলুর রহমান বাপ্পিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top