চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারে অলংকারগামী মাহিন্দ্রা অটোরিকশার সাথে পণ্যবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় গুরুতর আহত ৪ জনের মধ্যে চালক মারা গেছেন। অপর আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়ারলেস অপারেটর জালাল উদ্দীন।
স্থানীয়রা জানান, মাহিন্দ্রা অটোরিকশাটি যাত্রী নিয়ে অলংকার যাচ্ছিল। এ সময় ফ্লাইওভারে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনে থাকা একটি প্রাইভেট কার ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে প্রাইভেট কারটির সামনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। তবে মাহিন্দ্রায় থাকা চালকসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মাহিন্দ্রার চালক মারা যান।
আহতদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ