নিজস্ব প্রতিবেদক: শারীরিক অক্ষমতা সত্ত্বেও কেবলমাত্র মানসিক দৃঢ়তার জোরে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। পঙ্গু ব্যক্তি পর্বত জয় করতে পারে। পদার্থ বিজ্ঞানী স্টিফেং হকিং বিজ্ঞানীর বিজ্ঞানী হতে পারেন। তেমনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও একজন আইনজীবী চালিয়ে যেতে পারেন আইনি লড়াই। আইনের ধারা উপধারায় দ্যূতি ছড়াতে পারেন এজলাসে।
অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী তার অনন্য উদাহরণ। চট্টগ্রাম আদালতে তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি শুধু দেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী নন, দেশের প্রথম মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আইনজীবীর রেকর্ডও তার দখলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৫ সালে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন।
৮/৯ বছর বয়সে গ্লুকোমা রোগ তার কাছ থেকে কেড়ে নেয় দৃষ্টিশক্তি। কিন্তু অদম্য মানসিক শক্তিতে বলীয়ান এই আইনজীবীকে গ্লুকোমা দমিয়ে রাখতে পারেনি। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি অর্জন করেছেন একের পর এক ডিগ্রি। আইনজীবীদের মধ্যে তিনিই প্রথম মাস্টার্স ডিগ্রি অর্জনকারী ব্যক্তি। মাত্র ২৬ বছর বয়সেই শুরু করেছিলেন আইন পেশা। সদর্পে এখনো খেলে যাচ্ছেন আইনের মাঠে।
বিস্তারিত সিপ্লাসটিভির ভিডিওতে…………………………………….
চাটগাঁ নিউজ/জেএইচ