রাঙামাটি প্রতিনিধি: ৭ই জানুয়ারীতে অনুষ্টিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয় সুনিশ্চিত করতে রাঙামাটির দূর্গম পাহাড়ি এলাকাগুলো চষে বেড়াচ্ছেন ২৯৯নং রাঙামাটি আসনে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার। তারই ধারাবাহিকতায় সোমবার রাঙামাটির কাপ্তাই হ্রদের ওপারে দুর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি বাসিন্দাদের সাথে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি।
সোমবার সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সমর্থনে বিলাইছড়ি উপজেলা বাজার, কেংড়াছড়ি, ডাউনপাড়া বাজারে লিপলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগের মনোনীত প্র্রার্থী দীপংকর তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান অংসসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, বৃষ কেতু চাকমা, সাখাওয়াত হোসেন রুবেল, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ আঃলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় নৌকার প্রার্থী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চুক্তির বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য স্থানীয়দের অনুরোধ জানিয়েছেন তিনি।