চাটগাঁ নিউজ ডেস্ক : নাশকতা-নৈরাজ্যে সরকারি স্থাপনার ওপর হামলাকারী ও হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের পক্ষে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী সুপারিশ বা তদবির করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনকে ছিনতাই করে বিএনপি-জামাত ও শিবির সরকার উৎখাতের যে জঘন্য ধ্বংসাত্মক মরণ কামড় দিয়েছে তার বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে এক মুহূর্তও অপেক্ষা করার সুযোগ নেই। এখন থেকেই চিহ্নিত রাষ্ট্র ও স্বাধীনতাবিরোধী শক্তিকে ন্যূনতম ছাড় না দিয়ে সমূলে উৎখাত করার পরিকল্পিত পদক্ষেপ নিয়ে নেতা-কর্মীদের সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকতে হবে। এই অপশক্তিকে রুখতে হলে আমাদেরকে পরিকল্পনা মাফিক এগুতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি এলাকায় ও মহল্লায় বিএনপি-জামাত-শিবিরবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যারা সরকারি স্থাপনায় হামলা করেছে, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, নাশকতা-নৈরাজ্য করেছে, তাদের জন্য কোনো সহানুভূতি থাকতে পারবে না। যেসব সন্ত্রাসী-দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হচ্ছে, তাদের দায়মুক্ত করার জন্য আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী যাতে সুপারিশ বা তদবির না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করছি। কেউ যদি এ ধরনের অনাকাঙ্খিত কার্যকলাপে যুক্ত হন, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করার অভিজ্ঞতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আছে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগ সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে। আবারও ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।’
সভায় জানানো হয়, আগামী বুধবার (৩১ জুলাই) সকালে নগরীর কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রে নির্দেশে উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া সভায় কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মাহবুবুল হক মিয়া, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের, মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
চাটগাঁ নিউজ/এসএ