চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আলোচিত উপজেলা রাউজানে আবারও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে উত্তর জেলা ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু নামের একজন আহত হয়েছেন।
তাকে সরাসরি গুলি করে পালিয়েছে একদল দুর্বৃত্ত এমনটি জানিয়েছে স্থানীয়রা। আহত পেয়ার মোহাম্মদের বাড়ি উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নে। তিনি উত্তর জেলা ছাত্রদলের কার্যনিবাহী সদস্য বলে জানা গেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের ‘আদ্যাপীঠ’ এলাকায় তাকে গুলি করা হয়।
পরে আহত পেয়ার মোহাম্মদকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী বলেন, বাবুর পায়ের উপরের অংশে এবং পায়ের গোড়ালিতে কয়েকটা গুলি করা হয়েছে। তিনি আদ্যাপীঠের একটি প্রজেক্টের কাজে আসছিলেন। সেখানে পুকুরঘাট নির্মাণের ঠিকাদারি করেন তিনি। কাজ দেখতে তিনি সেখানে যান।
বিষয়টি জানতে চাইলে রাউজান থানার রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন,আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা করেছিল দুর্বৃত্তরা। গত ৫ আগস্টের পর থেকে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড, অপহরণ, খুন ও চাদাবাঁজিতে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাউজান।
চাটগাঁ নিউজ/জেএইচ