দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিকা পালনের আহ্বান

রাঙ্গামাটি প্রতিনিধি: শোষণমুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সমাজের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধে নাগরিক সমাজকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হোসেন ।

তিনি বুধবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

দুদক পরিচালক বলেন দূর্নীতিমুক্ত দেশ গঠনে সকল অনিয়ম দুর্নীতিকে প্রতিহত করতে নাগরিকদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশ শোষন ও দারিদ্রমুক্ত হবে । এসময় দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটির সমন্বিত জেলা কার্যালয়ের উপরিচালক মোঃ জাহিদ কালাম, সহকারী পরিচালক রাজু আহমেদ , দুদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো. এনামুল হক হারুন ও সদস্য মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে দুদক পরিচালক শহরের তবলছড়িস্থ রাঙ্গামাটির সমন্বিত কার্যালয় পরিদর্শন করেন এবং দুদক কার্যালয়ের প্রবেশমুখে নবনির্বিত দুদকের নাম ফলক ও গেইট উদ্বোধন করেন ।

চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ

Scroll to Top