ফটিকছড়ি সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চাই দুর্নীতিমুক্ত, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। যেখানে আর রাষ্ট্রীয় বাহিনীর হাতে আপনার সন্তান, আমাদের সন্তান মৃত্যুবরণ করবেনা।
আমরা চাই বাংলাদেশ চায় বাংলাদেশে ফ্যাসিবাদ না আসুক। যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন, তারা শুধু জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। আমরা চায় ফ্যাসিবাদের সময় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন গুলো বাতিল করা হয়। আমরা চাই বিচারের কার্যক্রম দ্রুত শুরু করা হয়। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় জনগণকে বঞ্চিত করে উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা চাই এ সরকার টাকা গুলো পুন উদ্ধার করুক।
সোমবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার বিবিরহাট বাস স্টেশন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সবকথা বলেন।
এর আগে বক্তব্য রাখেন, এনসিপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ, একরামুল হক, মোঃ হাসান উল্লাহ, ফরহাদুল আলম সবুজ, দাউদুল করিম সিকদার, রেজাউল করিম, মোঃ হাসান প্রমূখ।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন