পড়া হয়েছে: ৫৮
সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে নিজ মাঠে খেলতে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে ওইসময় বাসটিতে দলের কোনো খেলোয়াড়-কর্মকর্তা ছিলেন না বলে জানান পুলিশ।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছোট কুমিরা এলাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্টিকার লাগানো একটি বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরীকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে কোন খেলোয়াড় বা কোন কর্মকর্তা ছিলেন না। খেলোয়াড়দের সরঞ্জাম ছিল।
চাটগাঁ নিউজ/এমআর