দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের মতবিনিময় সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অরুপ চৌধুরীর, সদস্য সচিব লিটন দাশ।

যুগ্ম আহবায়ক জয় চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, পূজা উদযাপন পরিষদের সিনিয়র আহবায়ক হারাধন দাশ, যুগ্ম আহবায়ক সুমন দাশ, রণি দে, সাজু দাশ, সদস্য সমীর চক্রবর্তী সাগর প্রমুখ।

সভায় নির্বিঘ্নে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top