দুবাই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রতিমন্ত্রী বাবর

নিজস্ব প্রতিবেদক : ওমরায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরকে। নিজের পরিবারের সবাইকে নিয়ে ওমরা করতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সাথে কথা বলে জানা যায়, এয়ারলাইন্সে তিনি বুকে ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর চিকিৎসকরা তাকে জরুরি সেবা দেন। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, বাবরের সঙ্গে তার স্ত্রী, দুই মেয়ে, পুত্র লাবিব সহ মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ওমরায় যাওয়ার সময় একসঙ্গে ছিলেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে গিয়ে পৌঁছেছেন। দুবাই হাসপাতালে সন্তান লাবিবকে সঙ্গে রেখেছেন সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুভূতি দেয়া হবে।

চাটগাঁ নিউজ/সায়েম/এমকেএন