দুবাই থেকে দেশে ফিরলেন রিশাদ ও নাহিদ

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনায় মাঝপথেই স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫। উদ্ভূত পরিস্থিতিতে আয়োজকরা দ্রুত বিদেশি খেলোয়াড়দের সরিয়ে নিয়ে যান সংযুক্ত আরব আমিরাতে।

বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা বৃহস্পতিবার (৯ মে) রাতে একটি বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই পৌঁছান।

সেখান থেকে আজ শনিবার (১০ মে) সকালে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তাদের সঙ্গে দেশে ফিরছেন পিএসএল কাভার করতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও।

প্রথমবারের মতো পিএসএলে খেলতে পাকিস্তান গিয়েছিলেন রিশাদ ও নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন ২১ বছর বয়সী এই তরুণ। বল হাতে তার গতিময়তা ও বৈচিত্র্য ছিল প্রশংসনীয়।

অন্যদিকে, ডানহাতি পেসার নাহিদ রানা ছিলেন পেশাওয়ার জালমির স্কোয়াডে। যদিও মাঠে নামার সুযোগ হয়নি তার।

পাকিস্তানে ভারতের ড্রোন হামলার ঘটনার পরই পিএসএল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত যোগাযোগ করে নিশ্চিত করে রিশাদ ও নাহিদের নিরাপদে দেশে ফেরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top