আমিরাত প্রতিনিধি: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীদের জয়জয়কার। জুনিয়র টাইগারদের সমর্থনে, লাল-সবুজ সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ফাইনালে তাই অলিখিত স্বাগতিকের স্বাদ পেয়েছে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। ম্যাচশেষে, সোনালি শিরোপা হাতে, কৃতজ্ঞতাও জানিয়েছে রাব্বির দল।
মাহফুজুর রহমান রাব্বি অধিনায়ক, যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক।
দুবাই প্রবাসীদের এমন কষ্ট স্বার্থক টাইগার যুবাদের মাঠের পারফরম্যান্সে। রাব্বি-শিবলিদের হাত ধরে ভবিষ্যতে আরো সাফল্য আসবে বলে প্রত্যাশা তাদের।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যতটা না আলোচনায় টাইগার যুবারা, তার চেয়ে বেশি আলোচিত টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলির পারফরম্যান্স। ৫ ম্যাচে ২ সেঞ্চুরি আর ২ হাফসেঞ্চুরিতে রান করেছেন ৩৭৮। ফাইনালের সেঞ্চুরিয়ান কেবল ম্যাচসেরা নয়, ঝুলিতে ভরেছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ও সেরা ব্যাটারের পুরস্কারটাও। শিবলি সাফল্যের ধারা ধরে রাখতে চান আগামী দিনেও।
আশিকুর রহমান শিবলি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় যুব এশিয়া কাপের দশম আসরে এসে মিলেছেন আরাধ্যের শিরোপার খোঁজ। বিশ্বকাপের পর যুবাদের শোকেজে এখন এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট।