আমিরাত প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুবাই আহ্বায়ক কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) দুবাইয়ে বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জুর বাসভবনে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (রফিক)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক (মঞ্জু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সুমন, সিনিয়র সদস্য ও দুবাই সিটি কমিটির সভাপতি মোহাম্মদ এরশাদ, সিনিয়র সদস্য শহীদুল্লাহ (শহীদ), আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেন, সেলিম আজাদ মুন্না, মোস্তফা চৌধুরী ও দিদারুল আলমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আল আবীর বিএনপির সভাপতি মোহাম্মদ হাশেম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আরিফ তালুকদার, আল ফাক্কাহ বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, সোনাপুর ইউনিট কমিটির সভাপতি আমিরুল ইসলাম তালুকদার, দুবাই সিটি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারিফ আহম্মেদ মোল্লা (পলাশ), সহসভাপতি কাজী সুমন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেলসহ বিভিন্ন থানা ও ইউনিট পর্যায়ের নেতারা।
সভাপতির বক্তব্যে রফিকুল আলম রফিক বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক ও জাতির অভিভাবক। তাঁর রাজনৈতিক জীবন বিনয়, ভদ্রতা ও পরমতসহিষ্ণুতার অনন্য দৃষ্টান্ত।
দুবাই বিএনপির সদস্য সচিব মজিবুল হক মঞ্জু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের গণতন্ত্রকামী মানুষও শোকাহত। তিনি আরও জানান, তাঁর স্মরণে দুবাই বিএনপি টানা সাত দিন শোকসভা ও খতমে কুরআন, ফাতেহা এবং মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
চাটগাঁ নিউজ/সায়েম/এমকেএন






