চাটগাঁ নিউজ ডেস্ক: আগামীকাল বুধবার জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে দলটির একাধিক সূত্র আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরেই জানিয়েছিলেন। এরপর সন্ধ্যাতেই দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের কথা বলা হয়েছে।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন। এজন্য আগে ঘোষণা দেওয়া বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। ওইদিন শপথ নেওয়ার বিষয়ে জাতীয় পার্টির একটি সভা হওয়ার কথা ছিল।
এবিষয়ে ফেনী-৩ থেকে নির্বাচিত জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ”শপথের জন্য সময় নিয়ে স্পিকার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। দলের অধিকাংশ নেতা ঢাকার বাইরে থাকায় এবং দলের মিটিং শেষে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে সবশেষ সে সিদ্ধান্ত বদলানোয়, আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।