দুদক ‘সার্চ কমিটি’ গঠন করে প্রজ্ঞাপন

চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুসন্ধান কমিটি ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top