চাটগাঁ নিউজ ডেস্ক : বর্তমানে নারী-পুরুষ যথেষ্ট রূপ সচেতন। তাই যত টাকায় হোক, ভালো মানের প্রসাধনীই চায় সবাই। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ক্রেতা বুঝে কয়েক গুণ বেশি দামে মেয়াদোত্তীর্ণ, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল, মানহীন প্রসাধনী দেদার বিক্রি করছে তারা। এমন প্রতারণার তথ্য বেরিয়ে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানে।
বুধবার (২৭ মার্চ) নগরীর ফিনলে স্কয়ারে গ্লো এন্ড গো নামের একটি দোকানে অভিযানে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে।
ওই দোকানে দেখা যায়, পারফিউমের গায়ে মেইড ইন ফ্রান্স লেখা থাকলেও এসব পণ্যের কোনো ক্রয়ভাউচার নেই। তাছাড়া তারা ২০০০-৩০০০ টাকার পারফিউম ২২ হাজার টাকায় বিক্রি করছে। এসব অনিয়মের কারণে দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক আনিসুর রহমান। তিনি জানান, আমরা আজ (বুধবার) ফিনলে স্কয়ারের গ্ল্যো এন্ড গো শপে দেখতে পেয়েছি তাদের এখানে বিএসটিআই অনুমোদনবিহীন শরীরের জন্য মার্কারি জাতীয় ক্ষতিকর কসমেটিকসে ভরপুর। তাছাড়া তারা মেইড ইন ফ্রান্স নামে একটি পারফিউম বিক্রি করছে ২২ হাজার টাকা দিয়ে। এটির ক্রয়মূল্য দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। তাই এসব অনিয়মের অভিযোগের কারণে এ দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছি।
যেসব ব্যবসায়ীরা ভোক্তাদের বিভিন্নভাবে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ