দুই যুগ আত্মগোপনের পর অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি দীর্ঘ দুই যুগ ধরে পলাতক ছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈইয়ারহাট রেলক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামির নাম মো. সাইফুল ইসলাম সেলিম (৪৮)। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, ২০০১ সালের ফেনী সদর থানায় অস্ত্র আইনের একটি মামলায় সেলিমের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছিল। দীর্ঘ ২৪ বছর ধরে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top