পড়া হয়েছে: ৬০
চাটগাঁ নিউজ ডেস্ক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে লালদীঘির নিউ সাধু মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার, বক্সিরহাটের জেনুইন সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে চুক্তি বাতিল হওয়ার পরও অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে নিউমার্কেট ও আগ্রাবাদ এলাকার ৫ দোকানির প্রত্যেককে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর অভিযানে ডবলমুরিং থানার ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় ফুটপাত ও রাস্তার ওপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ