দুই মামলায় চার দিনের রিমান্ডে নদভী

দেখতে এসেছেন  মেয়ে-ভাগিনা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া থানার পৃথক দুই মামলায় আবু রেজা নদভীকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে আদালতে হাজির করা হয় সাতকানিয়া-লোহাগাড়া আসনের  সাবেক এই  সাংসদকে। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত।

এদিকে, নদভীকে আদালতে তোলার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফটের সামনে দাঁড়িয়ে ছিলেন তাঁর মেয়ে এবং ভাগিনা। এ সময় তারা কথা বলতে চাইলেও পুলিশের বাধায় তা হয়নি। শুধু দূর থেকে নদভীকে দেখেছেন তারা। আদালতে তোলার পর প্রায় ৩০ মিনিট শুনানি শেষে ৯টা ৪৫ মিনিটের দিকে তাকে ফের প্রিজন ভ্যানে তুলে কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৯ জুলাই সাতকানিয়ার কেরানিহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। লোহাগাড়া থানায় আরেকটি মামলা করেন মোমেন হোসেন নামের এক ব্যক্তি, যাতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ আনা হয়। দুটি মামলায় আসামি করা হয় নদভীকে।

গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ঢাকার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top