দুই কনস্টেবলকে ফাঁকি দিয়ে চমেক হাসপাতাল থেকে পালালো আসামি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অস্ত্র মামলার আসামি রফিকুল ইসলাম (৩২) হাতকড়াসহ পালিয়েছেন। এই নিয়ে সিএমপিতে চলছে তোলপাড়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হাসপাতালে দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় এই আসামি।

এ ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা।

এর আগে, গত ১৬ মার্চ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সামিরাঘোনা এলাকা থেকে রফিককে গ্রেপ্তার করে কোস্ট গার্ড।

ওইদিনের অভিযানের বিষয়ে কোস্ট গার্ড জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনার দিন বিকেলে অভিযান পরিচালনা করে সংস্থাটি। এসময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। কোস্ট গার্ডের দল প্রথমে ফাঁকা গুলিবর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা আহ্বানে সাড়া না দিয়ে পুনরায় এলোপাতাড়ি গুলি করে৷

পরে কোস্ট গার্ডের সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে আসামি রফিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসামি রফিকের বিরুদ্ধে কক্সবাজারের মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। সবশেষ গ্রেপ্তার হওয়ার পর আসামি রফিকের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র মামলা করা হয়। পাশাপাশি আসামিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে চমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন আসামি রফিকের তত্ত্বাবধানে দুজন কনস্টেবল ছিলেন। দায়িত্বে অবহেলার জন্য তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

চাটগাঁ নিউজ/এসএ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

আরও খবর পড়ুন – চাটগা নিউজ হোমপেজ

Scroll to Top