চাটগাঁ নিউজ ডেস্ক: চিকিৎসকদের আন্দোলনের মুখে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
তার স্থলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজির অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।
সম্প্রতি ডা. গুরুদাস মন্ডলের যোগদান ঘিরে পরিচালকের সঙ্গে বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিচালক আউটসোর্সিংয়ের কর্মীদের মাধ্যমে চিকিৎসকদের ওপর হামলা চালান। প্রতিবাদে চিকিৎসকরা নিয়মিত অস্ত্রোপ্রচার বন্ধ করে আন্দোলন করেন। চিকিৎসকদের দাবির মুখে পরিচালক কাজী দীন মোহাম্মদকে সরিয়ে দিলো সরকার।
চাটগাঁ নিউজ/এমকেএন