দিল্লিতে আটক ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

চাটগাঁ নিউজ ডেস্ক:  ভারতের রাজধানী নয়াদিল্লিতে আটক ৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে দিল্লি পুলিশ তাদের আটক করেছে এবং পরে এফআরআরও অফিসের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

মূলত অবৈধ ভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের খুঁজতে সম্প্রতি মাঠে নেমেছে দিল্লি প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও বৈধ নথি ছাড়াই রাজধানীতে বসবাসকারী আটজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে চিহ্নিত করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে নির্বাসিত করা হয়েছে।

রাজধানী দিল্লিতে বাংলাদেশি নাগরিকসহ অবৈধভাবে অভিবাসীদের থাকার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রোধে দিল্লি পুলিশ সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জেলা জুড়ে পরিচয় যাচাই-বাছাইকরণ অভিযান এবং যৌথ পরিদর্শনসহ একাধিক অভিযান পরিচালনা করছে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিশেষ করে গত আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশি অভিবাসীদের “ব্যাপক ঢেউ” মোকাবিলায় স্থানীয় থানা এবং বিশেষ ইউনিটের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ দলকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর জন্য এবং তথ্য সংগ্রহের জন্য মোতায়েন করা হয়েছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা বাংলাদেশি এবং সন্দেহ এড়াতে তারা তাদের বাংলাদেশি আইডি ধ্বংস করে ফেলে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top