দিনে-দুপুরে ফ্লাইওভারের নাট বল্টু খুলে নিচ্ছে টোকাইরা 

জাহিদ সবুজ : চট্টগ্রাম নগরীতে দিনে দুপুরে খুলে নিয়ে যাচ্ছে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের বায়েজিদমুখী র‍্যাম্পের স্টিল গার্ডারের নাট বল্টু। বিষয়টি প্রত্যক্ষ করছেন পুলিশ ও সাধারণ মানুষ। কিন্তু কারো যেন কিছু করার নেই!

দৃশ্যটি ভিডিও করেছেন সৈয়দ গোলাম আয়াজ নামে এক ফেসবুক ব্যবহারকারী। পরে তিনি সেটি তার টাইমলাইনে রোববার (২৭ জুলাই) শেয়ার করলে মুহূর্তে সেটি ভাইরাল হয়।

ভাইরাল সে ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— ‘‘চট্টগ্রাম ২নং গেটে ফ্লাইওভারের গার্ডার থেকে একটি চক্র বানরের মতো ঝুলে ঝুলে নাট বল্টু খুলে নিয়ে যাচ্ছে। আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পুলিশ ও জনগণ দেখছে আর ছবি ও ভিডিও নিচ্ছে। কি একটা ভয়ংকর অবস্থা! এভাবে নাট-বল্টু সব খুলে নিয়ে গেলে ফ্লাইওভার কি দাড়িয়ে থাকতে পারবে?’’

খোঁজ নিয়ে দেখা গেছে— ফ্লাইওভারের গার্ডারে আশ্রয় নেওয়া মাদকাসক্তরাই মূলত এসব কর্মকাণ্ডে জড়িত। কেবল নাট-বল্টু চুরিই নয়, তারা ফ্লাইওভারে অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে ছিনতাইয়ের ঘটনাও ঘটাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন—  এসব নাট বল্টু খুলে লোহা হিসেবে তারা ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছে। দিনে দুপুরেই তারা বানরের মতো ঝুলে ঝুলে এগুলো খুলছে। এতে শুধু তাদের জীবনই নয়, পুরো ফ্লাইওভারকেই হুমকির মুখে ফেলা হচ্ছে। প্রশাসনের তদারকির অভাবেই মূলত তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

সিডিএ সূত্রে জানা গেছে, লুজ হয়ে যাওয়া গার্ডারে এসব নাট-বল্টু বছর দুয়েক আগে সিডিএ ঠিকঠাক করে দিয়েছিল। এখন নতুন করে আবারো নাট-বল্টু খুলে নিয়ে যাওয়ায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার শঙ্কা প্রকাশ করে সিডিএ’র পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সিটি কর্পোরেশনকে পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্লাইওভারের নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে সিডিএ কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ২ বছর আগেও আমরা নাট-বল্টুগুলো টাইট করে দেয়ার একটি প্রোগ্রাম করেছিলাম। ম্যাক্সকে দিয়ে আমরা সবগুলো নাট-বল্টু পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিই, যাতে ওগুলো কেউ আর খুলে নিতে না পারে। কারণ ফ্লাইওভারের নাট-বল্টু খুলে নেয়ার কার্যক্রমটি ভীতিকর এবং আতঙ্কের।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ফ্লাইওভার সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছি। এখন সিটি কর্পোরেশন এটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছে। নাট-বল্টুগুলো সিটি কর্পোরেশনকেই টাইট করে দেয়ার ব্যবস্থা নিবে। বিষয়টি আমরা সিটি কর্পোরেশনকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হাজার হাজার মানুষের সামনে নাট-বল্টু খুলে নেয়া হচ্ছে। কেউ কিছু বলছে না বিধায় মাদকাসক্তদের সাহস বেড়ে গেছে।

চসিকের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম চাটগাঁ নিউজকে বলেন, আমরাও ভিডিওটি দেখেছি এবং বিষয়টি আমাদের জানা আছে। আজ (সোমবার) এ বিষয়ে আমরা কমিটি গঠন করেছি। যেখানে সিডিএর একজন সদস্যকেও রাখা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে আমাদের নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। কেবল তাকিয়ে না থেকে তাদের এসব কর্মকাণ্ড থেকে নিবৃত রাখার চেষ্টা করতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর যান চলাচলে গতিশীলতা আনতে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই ফ্লাইওভার নির্মাণ করা হয়। ফ্লাইওভারটির কানেক্টিভিটি বাড়াতে যুক্ত করা হয় বায়েজিদ রোড। বায়েজিদ রোড থেকে ওঠা এবং নামার জন্য আলাদা দুইটি র‌্যাম্প ও লুব নির্মাণ করা হয়। দুই নম্বর গেট মোড়ের বাঁক নির্মাণে এই র‌্যাম্প ও লুবে ব্যবহার করা হয় বিশেষ ধরনের স্টিল গার্ডার। চীন থেকে উন্নতমানের স্টিলের পুরো সেট তৈরি করে এনে এখানে সেট করে দেয়া হয়। বিশেষ এই গার্ডারে কয়েক হাজার বড় বড় নাট বল্টু রয়েছে। একেকটি নাট কিংবা বল্টুর ওজন কয়েক কেজি। মূল্যবান এসব নাট-বল্টুর উপরই পুরো গার্ডারের স্থায়িত্ব নির্ভরশীল। অর্থাৎ গার্ডার ঠিকঠাক থাকলে ফ্লাইওভার ঠিকঠাক থাকবে। নাট বল্টু খুলে গেলে ধসে পড়বে ফ্লাইওভার।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top