দারুল ইরফান একাডেমিতে বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে দারুল ইরফান একাডেমির বালক ও বালিকা শাখার দুই দিনব্যাপী বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার ও মঙ্গলবার (২৯-৩০ ডিসেম্বর) একাডেমির অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহর সভাপতিত্বে সাংস্কৃতিক শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এ আয়োজন সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক। তিনি বলেন, দারুল ইরফান একাডেমি কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষকমন্ডলীকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ২০২৬ সাল থেকে বালক শাখা সম্পূর্ণ পৃথক বিল্ডিংয়ে স্থানান্তর হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, দারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ আল বাকি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, একাডেমির চিফ কো-অর্ডিনেটর মো. নুরুল ইসলাম।

অভিভাবকদের মধ্য হতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইয়াকুব, হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আবুল ফয়েজ ও হাফেজ মাওলানা আবু তাহের।

এতে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাওলানা মমতাজুর রহমান, একাডেমির ভাইস প্রিন্সিপাল মিসেস হাসিনা ইয়াসমিন প্রতিষ্ঠানের বালক ও বালিকা শাখার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ।

একাডেমির বালক ও বালিকা শাখার সকল শ্রেণির প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মোট ১১১ জনকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

এ বছর স্টুডেন্ট অফ দ্যা ইয়ার নির্বাচিত হন যথাক্রমে সৈয়দ আহনাফ হোসেন, নাদরাতুন নাঈম জুমানা ও তাউজুল হাসান খান।প্রোগ্রাম শেষে সকলকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top