দায়িত্ব পালনকালে সি প্লাস টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামের সি প্লাস টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক হলেন, ইফতেকার নূর তিশন (২৭)।

সাংবাদিক ইফতেকার নুর তিশন বলেন, পেশাগত দায়িত্ব পালন করার এক পর্যয়ে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী এক শিক্ষার্থীকে হামলা করছিলো। সেই ভিডিওটি ধারন করছিলেন গাজী টিভির সিনিয়র ক্যামরা পারসন বাসু দেব। একই ভিডিও ধারন করে নিরাপদ দূরেত্বে ফিরে আসার সময় পেছন থেকে ইট ছুড়ে মারলে তা কোঁমড়ে এসে পড়ে। পেছনে ফিরে তাকালে তুই কে, তুই কে বলে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করার চেষ্টা করে এবং কিল ঘুষি দেয়। এসময় হাতে থাকা মাইক্রোফোন ও মোবাইল কোড়ে নিতে চেষ্টা করে। আমাকে বাঁচাতে আশেপাশের অন্যান্য গনমাধ্যম কর্মীরা ছুটে আসে। তখন সন্ত্রাসীরা পালিয়ে চলে যায়।

এছাড়া চট্টগ্রামের ষোলশহর এলাকায় অনলাইন নিউজপোর্টাল সারাবাংলাডটনেটের আলোকচিত্রী শ্যামল নন্দী, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান রুনা আনসারি আহত হন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top