দাম বেড়েছে মাছ-মাংসের, সবজির বাজারও চড়া

চাটগাঁ নিউজ ডেস্ক : গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তির দিকে। বেশ কিছু সবজির মৌসুম শেষ, সরবরাহ কম, বৃষ্টি এমন সব অজুহাতে নগরের সব খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কিছু কমতি থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে।

শুক্রবার (২৪ জুলাই) নগরের বকশির হাট, রিয়াজউদ্দিন বাজার, কাজির দেউড়ি ও চকবাজার কাঁচাবাজারে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

আজকের বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ টাকায়, বরবটি, ঝিঙা, পটল, করলা ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ও লাউ ৫০ টাকা, শিম ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, গাজর দেশি ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, শালগম ৭০ টাকা, মূলা ৬০ দরে বিক্রি হয়েছে। কাঁচামরিচ ১২০-১৩০ টাকা, আলু ২৫ টাকা, মিষ্টিকুমড়া ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে কচু শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও লাল শাক ৫০ টাকায় এবং ধনেপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে।

খুচরা বাজারে মুদি পণ্যের দাম অপরিবর্তিত আছে। কেজিপ্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, চায়না রসুন ১৮০ থেকে ২০০ টাকা, চায়না আদা ১৮০ থেকে ২০০ টাকা, ভারতীয় আদা ১২০ দরে বিক্রি হয়েছে।

খুচরা বাজারে দাম বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা, সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে অন্তত ৫০ টাকা বেড়ে ৮৫০ থেকে ৯৫০ টাকা, খাসির মাংস কেজিতে ১০০ টাকা বেড়ে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৩০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা ও হাঁসের ডিম ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে লইট্যা ১০০ থেকে ১৮০ টাকা, ফাইস্যা ১২০ থেকে ২০০ টাকা, পোয়া ১৫০ থেকে ৩০০ টাকা, শাপলা পাতা মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, রুপচান্দা ৩৫০ থেকে ৭০০ টাকা, আইড় ৩০০ থেকে ৬৫০ টাকা, চিংড়ি (বাগদা ও গলদা) সাইজভেদে ৬০০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি হয়েছে। রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকা, কোরাল ৬০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০, পুঁটি ২০০ থেকে ২৫০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা, শিং ৪০০ থেকে ৪৫০, কৈ ২০০ থেকে ২২০ এবং তেলাপিয়া ও পাঙ্গাস মিলছে ১৫০ থেকে ২০০ টাকায়। এক-দেড় কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top