দাম বেড়েছে পেঁয়াজ মুরগি সবজির, কমেছে ডিম মরিচের

চাটগাঁ নিউজ ডেস্ক : বাজারে দীর্ঘদিন পর ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও কমেছে ডিমের দাম। গত সপ্তাহ থেকে চড়া দামে বিক্রি হওয়া মরিচের দাম অল্প কমেছে।

শুক্রবার (১৮ জুলাই) নগরের রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, বকশির হাট ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সপ্তাহের ব্যবধানে বাজারে মানভেদে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এতে করে খুচরা দোকানগুলোতে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আগে পেঁয়াজ বিক্রি হতো ৫০ থেকে ৬০ টাকার মধ্যে।

খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতারা বলছেন, কয়েক মাস ধরেই পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকায় স্থিতিশীল অবস্থায় ছিল। হঠাৎ করেই দুই-তিনদিন ধরে দাম বাড়তে শুরু করেছে। গত কোরবানি ঈদেও পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল।

এদিকে টানা বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ পরিস্থিতি বেশ কিছুদিন ধরে হেরফের হচ্ছে। যে কারণে বেশির ভাগ সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বরবটি, ঝিঙা, পটল, করলা ৮০ থেকে ৯০ টাকা, শিম ৮০ টাকা, পেঁপে ও লাউ ৫০ টাকা, কাঁকরোল ৯০ টাকা, বেগুন ৭০ টাকা, গাজর দেশি ৮০ টাকা ও চায়না ১৩০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা, শালগম ৭০ টাকা, মূলা ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। ভ্যান গাড়িতে ৪ কেজি আলু ১০০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে।

বাজারে মিষ্টিকুমড়া ৩৫ টাকা, ধনেপাতা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে কচু শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও লাল শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ৫ টাকা কমে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা, দেশি মুরগি বেড়ে ৫৮০ টাকায়, সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগি বেড়ে ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকা, ছাগলের মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৩০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা ও হাঁসের ডিম ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে লইট্যা মাছ গত সপ্তাহে প্রতিকেজি ১৮০ থেকে ২২০ টাকা ছিল। এ সপ্তাহে কমে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পোয়া মাছ ২০০ থেকে ২৮০ টাকা, সুরমা মাছ ২৩০ টাকা, আকারভেদে রূপচাঁদা ৪৫০ থেকে ৬০০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৯০০ টাকা, জাটকা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মাছের দাম কেজিতে ৫০ টাকা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

ইলিশ মাছ আকারভেদে ছোট-মাঝারি ১২০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশ ২০০০-২২০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই ৩০০ থেকে ৫৫০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বকশির হাট দোকানি শাহেদুল আলম বলেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। দু’দিন ধরে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এজন্য আমাদের ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। পাইকারিতে পেঁয়াজের দাম এখন ৫৬ থেকে ৫৮ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৫২ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে কাজীর দেউড়ি বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আসাদুর রহমান। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে সব ধরনের সবজির দাম অতিরিক্ত। কিছুদিন আগে হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ার পর থেকে আর দাম কমছে না।

সবজির দাম বাড়তির বিষয়ে কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা আক্কাস উদ্দিন বলেন, গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। বেশ কিছু সবজির ইতোমধ্যে মৌসুম শেষ হয়েছে- এ কারণে বাজারের সরবরাহ কম। এছাড়াও কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি তুলনামূলক কম আসছে। ফলে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top