দাম কমছে এলপি গ্যাসের

চাটগাঁ নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

আজ রবিবার (০৪ মে) বিকেল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন যা ছিল এক হাজার ৪৫০ টাকা।

এর আগে এপ্রিল মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। এছাড়া গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাস ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৭৮ টাকা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top