চাটগাঁ নিউজ ডেস্ক : প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা করেছে তারা। এর আগে আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোর ছয়টা থেকে কর্মবিরতি শুরু হয় তাদের। দাবি মেনে নেয়ায় আজ বিকেল ৫টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।
ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কনটেইনার পরিবহন।
প্রাইম মুভার শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে প্রাইম মুভারে মরদেহ বহন করতে রাজি না হওয়ার ঘটনায় পাহাড়তলী থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের সংগঠনের সভাপতি সেলিম খান এবং দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের জানান, সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচারের দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। পরে প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। তবে দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে।
বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার জানান, প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরেছে কনটেইনার ডিপোগুলোর কনটেইনার পরিবহন।
চাটগাঁ নিউজ/জেএইচ