চাটগাঁ নিউজ ডেস্ক: দাওয়াত না দেওয়ায় বরের বোন জামাই দলবল নিয়ে হামলা চালিয়েছে বিয়ের আসরে। এতে বর-কনেসহ অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া গ্রামের এস কে বি কমিউনিটি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, বর জসিম উদ্দিনের বড় বোন খালেদা বেগম ও তার স্বামী রশিদ আহমদ প্রায় ১৫-২০ জন লোক নিয়ে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। তাদের অভিযোগ— ভাই বিদেশ যাওয়ার সময় ছোট বোনের কাছে থেকে নেয়া স্বর্ণ বিক্রির টাকার ভাগ ফেরত দেননি। তাছাড়া দেওয়া হয়নি বিয়ের দাওয়াত। এই নিয়ে বরের সাথে তার বোন ও বোন জামাইয়ের চলে বাদানুবাদ এক পর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়।
এই ঘটনায় আহত হন বর জসিম উদ্দিনসহ ৪ জন। আহত বাকি ৩ জন হলেন— জমির উদ্দিন, ফজল কাদের ও কনে নাসিমা আক্তার।
জসিম উদ্দিন বলেন— তার বড় বোন বিয়ের দিন এমন ঘটনা ঘটিয়ে শুধু আমার নয়, আমার স্ত্রীর, আমার পরিবারের সম্মানকেও ভেঙে দিয়েছে। তারা দুই ভরি স্বর্ণ, এক লাখ টাকা, তিনটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিব।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিয়ে বাড়িতে হামলা দুঃখজনক ঘটনা। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিব।
চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ