দাঁড়িপাল্লায় ভোট চেয়ে শোকজ খেলেন শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম-১৫ 

চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন করে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। আর তাতেই প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি’র চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এর স্বাক্ষরে এ শোকজ নোটিশ জারি করা হয়।

১৯ জানুয়ারি প্রার্থীকে স্বশরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত থেকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।

নোটিশে বলা হয়, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আসহাব উদ্দিন মঙ্গলবার (১৩জানুয়ারী) এনকোয়ারী কমিটির চেয়ারম্যান এর নিকট এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দ প্রাপ্ত হওয়ার পূর্বে জামায়াতে ইসলামীর প্রার্থীর উপস্থিতিতে চট্টগ্রাম-১৫ আসনের বড়হাতিয়া ৩ নম্বর ওয়ার্ডে বার্ষিক প্রীতিভোজ নামক আয়োজিত অনুষ্ঠানে বড়হাতিয়া জামায়াতের আমির মো. জসিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে  সমালোচনায় পড়েন আলহাজ শাহজাহান চৌধুরীও।

ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনি প্রচারণার উল্লিখিত অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এই প্রেক্ষিতে উল্লিখিত বিষয়ে কেন নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদনসহ সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ১৯জানুয়ারি সকাল সাড়ে ১১টায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় সাতকানিয়া চৌকি (যুগ্ম জেলা জজ) আদালতে সশরীরে হাজির হয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

নোটিশে, কারণ দর্শানোর নোটিশ সত্বর জারি করে প্রতিবেদন চেয়ারম্যানের কার্যালয়ে প্রেরণ করার জন্য সাতকানিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়।

ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি’র চেয়ারম্যান ও চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশের পক্ষে
সাতকানিয়া চৌকি আদালতের নাজির আকাশ নাথ বলেন, চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী’র বিরুদ্ধে একটি অভিযোগ আসে। আগামী সোমবার আমার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top