আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারা থানার ডাকাতি মামলায় ১০ বছরের সাজা এড়াতে ৩২ বছর ধরে পালিয়ে ছিলেন জাফর (৫৭)। অবশেষে র্যাব-৭ এর জালে ধরা পড়লেন এ পলাতক আসামী।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর আনোয়ারা রায়পুর পারুয়া পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, ১৯৯২ সালে আনোয়ারা থানায় আসামি জাফরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। তবে কারাদণ্ড প্রাপ্ত জাফর গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল ৩২ বছর ধরে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাফরকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।