দখলমুক্ত হলো চট্টগ্রাম নিউমার্কেট এলাকার ফুটপাত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত হয়েছে। ফুটপাত দখলমুক্ত হওয়ার কারণে ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা।

রোববার (২০ এপ্রিল) অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে।

জুবিলি রোডের একজন দোকানি গণমাধ্যমকে বলেন, এতদিন আমরা সড়ক দেখিনি, ক্রেতারা দোকানের সাইনবোর্ড দেখতে পাননি।

সরকারি সিটি কলেজের ছাত্র আনোয়ার হোসেন বলেন, নিউমার্কেট এলাকার ফুটপাত হকারমুক্ত দেখিনি খুব একটা। আগের মেয়রের সময় অনেক পুলিশ আহত হয়েছিলেন হকারদের উচ্ছেদে এসে। ভাংচুর করা হয়েছিল চসিকের গাড়ি। এখন আলোচনার মধ্য দিয়ে সুন্দর সমাধান হয়েছে।

চসিকের একজন কর্মকর্তা বলেন, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন। মেয়র মহোদয় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

বিমা কোম্পানির কর্মকর্তা খোরশেদ আলম সিকদার বলেন, দখলমুক্ত করায় আমরা খুব খুশি হয়েছি। এ অর্জন ধরে রাখতে পথচারী, স্থানীয় ব্যবসায়ী, গাড়িচালক সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনকে কঠোর নজরদারি ও মনিটরিং করতে হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিকেল পাঁচটার পর নির্দিষ্ট লাইনে হকারদের শৃঙ্খলার মধ্যে বসতে দেওয়া যেতে পারে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top