চাটগাঁ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল গাজায় ১৫টি হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ২০৭ জন।
প্রসঙ্গত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান থামবে না। এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও বলেছে, গাজায় কয়েক মাস ব্যাপী তাদের অভিযান আরও চলবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ২২ হাজার ১৮৫ জন। আহত হয়েছে অন্তত ৫৭ হাজার। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরেও হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে ৩২০ জন ফিলিস্তিনি।
সংবাদ আল জাজিরার।