দক্ষিণ রাঙ্গুনিয়ার সেই ওসিকে থানা থেকে বদলি

নিজস্ব প্রতিবেদকঃ  দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন পরিষদ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ‘আওয়ামী লীগকে গণধোলাই দিয়ে থানায় হস্তান্তরের নির্দেশদাতা সেই ওসি আহসান হাবীবকে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা থেকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের এক আদেশে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তাকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. জাহেদুল ইসলামকে।

রবিবার (২৪ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন পরিষদ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ে দেয়া বক্তব্যে তিনি বলেছিলেন- ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন। থানায় না হলে আদালতে হলেও মামলা এস্টাব্লিশড করে দেওয়ার চেষ্টা করবো।’

তার এই ধরণের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বক্তব্যের ভিডিওটি ভাইরাল হলে তা নিয়ে সর্বমহলে সমালোচনার মুখে পড়েন ওসি আহসান হাবীব।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ডিবি) রাসেল  বলেন, প্রশাসনিক কারণে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করে নতুন ওসি পদায়ন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top