দক্ষিণ জেলা বিএনপির সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮ উপজেলা, ৬ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২) মে বিকালে চট্টগ্রাম নগরীর খুলশিস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ন। এতে সাংগঠনিক কার্যক্রম চালাতে ব্যাহত হচ্ছে। তাই সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার নির্বাচনী মাঠ গোছাতে এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন জানান, দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের পর পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় সিদ্ধান্তে দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ইউনিটগুলোতে নতুন কমিটি ঘোষণা করে তৃণমূল পর্যায়ে তথা ওয়ার্ড পর্যায় থেকে সরাসরি নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, এসব কমিটিতে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ময়দানে ছিল এমন ত্যাগী পরিক্ষিত নেতাকর্মীদেরকে রাখা হবে। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী, আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি ও গণতান্ত্রিক ভোটাধিকার পুনরুদ্ধার করতে চলমান আন্দোলনে থাকবে জেলার সব সাংগঠনিক ইউনিট। এছাড়া সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবে দক্ষিণ জেলা বিএনপি আগামীর পথে।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন’র সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল।

সভায় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top