চাটগাঁ নিউজ ডেস্ক: থার্টিফার্স্ট নাইট নিয়ে এবারও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বন্ধ থাকবে রাজধানীর সকল বার। একইসঙ্গে ফানুস উড়ানো এবং আতশবাজির ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই নিষেধাজ্ঞার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারও বারগুলো বন্ধ রাখা হবে। সেই সঙ্গে ফানুস আতশবাজি ফাঁটানো থেকে সকলকে বিরত থাকতে বলেছি।
তিনি আরো বলেন, থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তাদেরকে আগে থেকে সচেতন করতে হবে এ বিষয়ে। তাহলে তারা সাবধান হবে। থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলো আছে আমরা সেগুলো বন্ধ রাখবো।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টিফার্স্ট নাইটে রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি