থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ চট্টগ্রামে ডাকাত সর্দার ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, দুটি টিপ ছোরা, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি পিস্তল ও গুলিগুলো গত বছরের ৫ আগস্ট পুলিশের থানা থেকে লুট করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে নগরের বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সর্দার আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার আস্তানা থেকে ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ৫০টি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছে তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র-গুলি ডবলমুরিং থানা থেকে লুট করেছিলেন। তবে এগুলোর বাইরে তার কাছে আরও অস্ত্র-গুলি আছে কি-না, তা কৌশলে এড়িয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, থানা লুটের মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে আদালতে। তা মঞ্জুর হলে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে হয়তো তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে।

গ্রেপ্তার আরিফ অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই করে থাকেন। এই পর্যন্ত তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ১৩টি মামলা পাওয়া গেছে। আরও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে বারেক বিল্ডিং এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন উপপরিদর্শক (এসআই) মো. আহলাত ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম। এসময় গ্রেপ্তার করা হয় মো. তারেক, মো. জুয়েল ও জাহেদুল ইসলাম নামের তিন ছিনতাইকারীকে। কিন্তু পলাতক ছিলেন তাদের দলনেতা আরিফ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগা নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে
</p

Scroll to Top